তুরস্ক ও কুর্দিদের মাঝে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

0

ডেস্ক রিপোর্ট: কুর্দি ও ‍তুরস্কের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমাদের কাছে তিনটি পথ আছে। হাজার হাজার সেনা পাঠিয়ে সামরিকভাবে জয়, তুরস্ককে চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ফেলা অথবা তাদের মধ্যে মধ্যস্থতা করা। সোমবার সিরিয়ায় আইএসবিরোধী অভিযান চালানোর ঘোষণা দেয় তুরস্ক। বুধবার সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক ‘পিস স্প্রিং অপারেশন’ শুরু করে। অভিযানের অংশ হিসেবে তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি ইউফ্রেতাসের পূর্ব দিকে প্রবেশ করে। তুর্কি অভিযানে সহযোগিতার জন্য তারা অগ্রসর হচ্ছে। কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযানের দ্বিতীয় দিনে বিমান হামলা ও স্থল অভিযান জোরালো করেছে তুরস্ক।  এতে শতাধিক ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে দাবি তুর্কি প্রধানমন্ত্রীর। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা বেশ কিছু লক্ষ্যবস্তু দখল করেছে। এছাড়া সীমান্তের কেন্দ্রীয় অঞ্চলে তুমুল লড়াই চলছে। এদিকে কুর্দিবিরোধী অভিযানের কারণে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা। কংগ্রেস সদস্য লিজ চেনি বলেন, আমাদের মিত্র কুর্দিদের পর অভিযান চালানোয় তুরস্ককে অবশ্যই পরিণাম ভোগ করতে হবে। এরপর ট্রাম্পও বলেন, তুরস্ক মানবিক আচরণ না করলে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তবে আপাতত মধ্যস্থতার পক্ষে অবস্থান তার।

Share.