তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে ফের ভূমিকম্প আঘাত, নিহত-৬

0

ডেস্ক রিপোর্ট: তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার ভোরে আঘাত হানা ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে নতুন করে ছয়জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দুই সপ্তাহ আগে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে ইতোমধ্যে ৪৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি তুরস্কের আন্তাকিয়া শহরের কাছে কেন্দ্রীভূত ছিল এবং সিরিয়া, মিশর ও লেবাননে অনুভূত হয়েছিল। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, ৯০টি আফটারশক হয়েছে। এমনকি ৬ ফেব্রুয়ারির প্রাথমিক কম্পন থেকে উদ্ধার কাজ বন্ধ হয়ে গেছে। মুনা আল ওমর তার সাত বছরের ছেলেকে জড়িয়ে ধরে বলেছিলেন, ‘আমি ভেবেছিলাম আমার পায়ের নীচে পৃথিবী বিভক্ত হয়ে যাবে।’ ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর সে এখন আন্তাকিয়ার একটি পার্কে একটি তাঁবুতে বাস করছে কারণ সে বাস্তুহারা। প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোগানের সরকার সমালোচনার সম্মুখীন হয়েছে যেটি অনেক তুর্কি বলেছিল, প্রথম ভূমিকম্পে ধীরগতির জরুরি প্রতিক্রিয়া এবং ভুল নির্মাণ নীতির কারণে ক্ষতিগ্রস্তদের ওপর হাজার হাজার অ্যাপার্টমেন্ট বিল্ডিং ভেঙে পড়েছে। দুই দশক ধরে ক্ষমতায় থাকা এরদোগান মে মাসে রাষ্ট্রপতি ও সংসদীয় নির্বাচনের মুখোমুখি হচ্ছেন, যদিও বিপর্যয় বিলম্বিত হতে পারে। কম্পনের আগেও জনমত জরিপ দেখায় যে তিনি জীবনযাত্রার ব্যয় সংকটের চাপে ছিলেন, যা আরও খারাপ হতে পারে কারণ বিপর্যয় কৃষি উৎপাদন ব্যাহত করেছে। তিনি দ্রুত পুনর্গঠন প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন। এরদোগানের মিত্র এবং জাতীয়তাবাদী দল এমএইচপির নেতা ডেভলেট বাহসেলি বলেছেন, ‘আমরা ব্যালট বাক্স থেকে পালিয়ে যাব না বা গণতন্ত্রকে উপেক্ষা করব না। সরকারের ভূমিকম্পের প্রতিক্রিয়ার সমালোচনা করার জন্য এবং আলোচনার জন্য বিরোধীরা নির্বাচনের সময় ‘আচ্ছন্ন এবং বিভ্রান্তিকর’ ছিল। তুরস্ক… শীঘ্রই আপনাকে ব্যালট বাক্সে দাফন করবে।’ তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেছেন, সর্বশেষ ভূমিকম্পে ২৯৪ জন আহত হয়েছেন, তিনি যোগ করেছেন যে কিছু স্বাস্থ্য সুবিধা থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে যেগুলি প্রথম ভূমিকম্পের পরেও চালু ছিল, কারণ ভবনগুলিতে ফাটল দেখা দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার তুরস্কে বলেছেন যে ওয়াশিংটন ‘যতদিন সময় লাগবে’ সাহায্য করবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, তুরস্ক ও সিরিয়ার জন্য মার্কিন মানবিক সহায়তা ১৮৫ মিলিয়ন ডলারে পৌঁছেছে। এছাড়া সারা বিশ্বের সরকারগুলো সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।

Share.