তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: ৯০ ঘণ্টা পর ১০ দিন বয়সী শিশুসহ মাকে জীবিত উদ্ধার

0

ডেস্ক রিপোর্ট: তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার ৯০ ঘণ্টা পর হাতায় প্রদেশে ধ্বংসাবশেষের পাহাড় থেকে ১০ দিন বয়সী একটি শিশুকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল। ঘটনাকে অলৌকিক বলে মনে করছেন সকলেই। ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলু টুইটারে বলেছেন, ১০ মাসের শিশু ইয়াজিজ উলাস এবং তার মাকে ইস্তাম্বুল মেট্রোপলিটন পৌরসভার (আইবিবি) উদ্ধারকারী দল সামান্দাগের হাতায় জেলায় ধ্বংসাবশেষ থেকে নিরাপদে বের করে এনেছে। জরুরী দলগুলি তাকে তাত্ক্ষণিক চিকিৎসা সহায়তা দিয়েছিল বলে উলাসকে ফয়েল কম্বলে আবৃত করা হয়েছিল। তুরস্কের দক্ষিণাঞ্চলের ১০টি প্রদেশে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের ১০টি প্রদেশের অধিকাংশ স্থাপনাই মারাত্মকভাবে ধসে গেছে। নিহতের সংখ্যা সব মিলিয়ে ২১ হাজার ছাড়িয়েছে।

Share.