ডেস্ক রিপোর্ট: তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় প্রতিদিন আসছে প্রাণহানির খবর। মর্মান্তিক এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে তুরস্কে ১২ হাজার ৮৭৩ জন ও সিরিয়ায় ৩১৬২ জন নিহতের খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, শক্তিশালী এই ভূমিকম্পের শিকার হয়েছেন আড়াই কোটিরও বেশি মানুষ। ভূমিকম্পের ভয়াবহতা এতটাই ছিল যেন মৃত্যুর সংখ্যা আরও কয়েক গুণ বাড়তে পারে বলেও ধারণা করেছে সংস্থাটি। অপরদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে জানানো হয়, এ দুর্ঘটনায় দুদেশের কয়েক হাজার ভবন ধসে পড়েছে। এতে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন হাজারো মানুষ। তাদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। উদ্ধার তৎপরতার বিষয়ে বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেন, শুরুর দিকে উদ্ধার কাজে প্রতিকূল আবহাওয়া, বিমানবন্দর ও সড়কে সমস্যা হচ্ছিল। এখন কাজের গতি বাড়ছে, পরিস্থিতি কিছুটা ভালোর দিকে যাচ্ছে। আমরা সর্বশক্তি নিয়োগ করেছি। এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়। কোনো তুর্কি নাগরিককে রাস্তায় থাকতে দেওয়া হবে না জানিয়ে এরদোয়ান বলেন, সবাইকে ঘর প্রস্তুত করে দেওয়া হবে। প্রসঙ্গত, গত সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহর।
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ১৬ হাজার ছাড়িয়ে
0
Share.