তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় উপমহাদেশের বৃহত্তম জুমা নামাজ অনুষ্ঠিত

0

ঢাকা অফিস: টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার উপমহাদেশের বৃহত্তম জুমা নামাজ অনুষ্ঠিত হয়েছে। ইজতেমার দ্বিতীয় পর্বের সাদ গ্রুপের জুমা নামাজে লাখ লাখ মুসল্লী শরীক হন। রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে ২২ কিলোমিটার উত্তরে উত্তরা-টঙ্গী সীমান্তবর্তী এলাকা টঙ্গী তুরাগ নদীর তীরে এ বিশ্ব ইজতেমার আয়োজন। জুমার নামাজ পড়ান আদি তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। জুমা নামাজে খুতবা পাঠ শুরু হয় দুপুর দেড়টা দিকে। জুমা নামাজ শুরু হয় পৌনে দুই টায়। ইজতেমার মূলপ্যান্ডেল ছাড়িয়ে ময়দানের চারিদিকে রাস্তাঘাটে ধর্মপ্রাণ মুসলমানরা জুমা নামাজে শরিক হন। শুক্রবার বাদ ফজর মাওলানা সাদের ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম তাবলীগ জামাতের জমায়েত ৫৭ তম ইজতেমা। শুক্রবার ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম ইজতেমা ময়দানে ছয় মুসল্লির মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন। আজ ইজতেমায় আসার পথে আব্দুল্লাহপুরে বাসের ধাক্কায় এক মুসল্লির মৃত্যু ও ৩ মুসল্লি আহত হয়েছেন। এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে মারা গেলেন ৭ মুসল্লি। শুক্রবার পর্যন্ত ৫৯ টি দেশের ৬ হাজার ৬৬ জন মুসল্লি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ময়দানে পৌঁছেছেন বলে ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানিয়েছেন। আজ জুমার আগে বয়ান করেন মাওলানা মনির বিন ইউসুফ। বাদ জুমা বয়ান করেন আরবের মাওলানা শেখ মোফলে। বাদ আসর মাওলানা মোশারফ, বাদ মাগরিব মাওলানা ইউসুফ বিন সাদ বয়ান করবেন। অন্যান্যর মধ্যে জুমার নামাজে অংশ নেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি কর্পোরেশনের উপদেষ্টা সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর পুলিশের পুলিশ কমিশনার মাহবুব আলম, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

Share.