সোমবার, অক্টোবর ২১

তুর্কি সেনাদেরও আফগানিস্তান ছাড়তে বলল তালেবান

0

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানে তুর্কি সেনা রাখার ঘোষণা দেওয়ার পর তুরস্কের সিদ্ধান্তের বিরোধিতা করেছে তালেবান যোদ্ধারা।সোমবার তুরস্ককে হুঁশিয়ারি দিয়ে তালেবান বলেছে, আফগানিস্তান থেকে ন্যাটো ও মার্কিন সেনা চলে যাওয়ার পর তুর্কি সেনারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিলে তাদের দখলদার হিসেবে বিবেচনা করা হবে। খবর রয়টার্সের।সম্প্রতি আঙ্কারা ঘোষণা দেয়, বিদেশি সেনারা আফগান ত্যাগ করলে ন্যাটোর প্রতিনিধি হিসেবে তুর্কি সেনারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকবে।বিদেশি কূটনীতিকদের আফগানিস্তানে যাতায়াত নিরাপদ রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে এ সিদ্ধান্ত নেয় তুরস্ক।উল্লেখ, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ আফগানিস্তানে বর্তমানে পাঁচ শতাধিক তুর্কি সেনা রয়েছে।তালেবান মুখপাত্র নাজিবুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘ ২০ বছর ধরে ন্যাটোর সদস্য দেশ হিসেবে তুরস্কের সেনা সদস্যরা আফগানিস্তানে ছিলেন। এখন মার্কিন নেতৃত্বাধীন জোট আফগানিস্তান ছেড়ে চলে না গেলে আমরা তাদের দখলদার হিসেবেই বিবেচনা করব।’‘মুসলিম দেশের সেনাসদস্য বলে আমরা এতদিন তুর্কি বাহিনীর ওপর কোনও হামলা চালাইনি। কিন্তু কাবুল বিমানবন্দর নিয়ে আঙ্কারা তার সিদ্ধান্ত না পাল্টালে আমরা এখন থেকে তাদের আর ছাড় দেব না,’ বলেন তালেবান মুখপাত্র।

Share.