তুষারপাতে জাপানে ১৬.৫ কিলোমিটার দীর্ঘ যানজট

0

 ডেস্ক রিপোর্ট: জাপানে ভারী তুষার ঝড়ের কারণে একটি মহাসড়কে দুই দিন ধরে আটকা পড়েছে এক হাজারের বেশি গাড়ি। এসব গাড়ি উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকারীরা। খবর বিবিসির। কানেতসু এক্সপ্রেসওয়েতে আটকে পড়া এসব গাড়ির চালকদের মাঝে খাদ্য, জ্বালানি ও কম্বল বিতরণ করেছে কর্তৃপক্ষ। এই মহাসড়ক টোকিও ও নিগাতাকে সংযোগ করেছে। বুধবার সন্ধ্যা থেকে এই তুষার ঝড় শুরু হয়। এরপর থেকেই সড়কটিতে বেশ কয়েক দফায় ট্রাফিক জ্যাম হয়। এমনকি এই তুষার ঝড়ের কারণে ১০ হাজারের বেশি ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কিয়োদো নিউজ জানিয়েছে, কানেতসু এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার রাতে একটি ট্রেইলার বরফে আটকে গেলে এই যানজট শুরু হয়। পুলিশ ও ইস্ট নিপ্পন এক্সপ্রেসওয়ে কো. হাইওয়ে অপারেটরের উদ্ধৃতি দিয়ে তারা জানিয়েছে, রাস্তার একটি পয়েন্টে ১৬.৫ কিলোমিটার (১০ মাইল) দীর্ঘ যানজট তৈরি হয়েছে। কর্মকর্তারা ভারী যন্ত্রপাতি ও কায়িক শ্রমের মাধ্যমে বরফ সরিয়ে এক এক করে গাড়ি বের করছেন। তবে এরপরও শুক্রবার দুপুর পর্যন্ত প্রায় এক হাজার গাড়ি রাস্তা আটকে ছিল। নিগাতার একজন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, আমরা ড্রাইভার ও যাত্রীদের উদ্ধারের আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা রাতেও অভিযান অব্যাহত রাখতে প্রস্তুত আছি। নিকটবর্তী জোশিনেতসু এক্সপ্রেসওয়েতেও একই ধরনের একটি যানজট সৃষ্টি হয়। সেখানে বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৩০০ গাড়ি জট লেগে গিয়েছিল। এদিকে সহসাই এই তুষার ঝড় শেষ হবে না বলে জানিয়েছে জাপানের আবহাওয়া অফিস। সপ্তাহান্ত পর্যন্ত এই তুষারপাত চলবে বলে জানিয়েছে তারা।

Share.