বুধবার, জানুয়ারী ২২

তুহিন হত্যায় বাবাসহ তিন জনকে জেলে প্রেরণ

0

ঢাকা অফিস: সুনামগঞ্জের দিরাইর উপজেলার রাজা নগর ইউনিয়নের কেজাউরা গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে ৫ বছরের শিশু তুহিনকে হত্যা করা হয়। আজ শুক্রবার (১৮ অক্টোব) বাংলাদেশ সময় বিকালে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালেদ মিয়া তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে এই ঘটনায় তুহিনের মা মনিরা বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা কয়েকজন আসামি করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ তুহিনের বাবাসহ ৫ জনকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত গত ১৫ অক্টোবর বাবা আব্দুল বছির ও চাচা মোছাব্বিরসহ তিন জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

Share.