তৃতীয় দফায় ভাসানচরের উদ্দেশে রওয়ানা দিয়েছে রোহিঙ্গারা

0

ঢাকা অফিস:  তৃতীয় দফায় উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে রোহিঙ্গাদের বিশাল একটি দল নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে সড়কপথে রওয়ানা হয়েছেন।  আজ বৃহস্পতিবার বেলা ১২টা ১০ মিনিটের দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ১৬টি গাড়িতে করে তারা রওয়ানা হন। বিকেলের মধ্যে আরও কিছু রোহিঙ্গাকে ভাসানচরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।তবে আজ ঠিক কতোজন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করছে তা কোনও সূত্রে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সূত্র জানায়, রোহিঙ্গাদের আজ চট্টগ্রামে নৌ-বাহিনীর তত্ত্বাবধানে রাখা হবে। আগামীকাল শুক্রবার চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গার কর্ণফুলি নদী হয়ে নৌযানে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।যেসব রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক তাদের ২০টি বাসে করে বিভিন্ন আশ্রয় শিবির থেকে ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয় গতকাল বুধবার বিকেল থেকে। সেখানে রোহিঙ্গারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রোহিঙ্গা শিবিরে কর্মরত কর্মকর্তাদের ব্যবস্থাপনায় ছিলেন।এর আগে গেলো বছরের ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ভাসানচরে যান এক হাজার ৮০৪ জন রোহিঙ্গা। একই বছরের চার ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা ভাসানচরে গেছেন। আগে মালয়েশিয়া যেতে গিয়ে সমুদ্র উপকূলে আটক আরও তিন শতাধিক রোহিঙ্গাকে সেখানে নিয়ে রাখা হয়েছিল। এদের মাধ্যমে উখিয়া-টেকনাফে অবস্থান করা রোহিঙ্গারা ভাসানচরের সুযোগ-সুবিধা সম্পর্কে ওয়াকিবহাল হয়ে স্বেচ্ছায় সেখানে যেতে নিজেদের নাম অন্তর্ভুক্ত করাচ্ছে বলে জানিয়েছেন রোহিঙ্গা নেতারা।

Share.