ঢাকা অফিস: রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার বেলা ২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হওয়ার কথা। এ জন্য বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানসহ পাঁচ সদস্যের একটি দল মন্ত্রণালয়ে যাচ্ছে। এদিকে আজ বুধবার বেলা ২টায় স্থানীয়রা তেঁতুলতলা মাঠে কর্মসূচি দিয়েছেন আন্দোলকারীরা। ২টায় তেঁতুলতলা মাঠ রক্ষায় আন্দোলনকারী বিভিন্ন সংগঠন ও নাগরিকদের যৌথ উদ্যোগে মাঠের সীমানায় বৃক্ষরোপণ ও সাইনবোর্ড স্থাপন করার কথা ছিল। ঠিক ওই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলনকারীদের আলোচনার ডেকেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বৃক্ষরোপণ ও সাইনবোর্ড টাঙানো হবে বলে আন্দোলনকারীদের একটি সূত্র জানিয়েছে।