ডেস্ক রিপোর্ট: আরব সাগরের ওমান উপকূলে ইসরায়েলি একটি তেলের ট্যাংকারে হামলার ঘটনায় দুই নাবিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে ট্যাংকারটিতে হামলার ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় ইরানকে দায়ী করেছে ইসলায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তেলবাহী ট্যাংকারে হামলার জন্য ইরান দায়ী।নিহত নাবিকদের মধ্যে একজন যুক্তরাজ্যের ও অপরজন রোমানিয়ার নাগরিক। ওমানের রাজধানী মাসকট থেকে ১৮৫ মাইল উত্তর-পূর্ব উপকূলের মাসিরাহ দ্বীপে লাইবেরিয়ার পতাকাবাহী মার্সার স্ট্রিট নামের তেলের ট্যাংকারে এ হামলা চালানো হয়ব্রিটেনভিত্তিক জোদিয়াক কোম্পানি এই জাহাজটি পরিচালনা করছিল। ওই কোম্পানির মূল মালিক হচ্ছেন ইসরাইলের ধনকুবের আইয়াল অফের। জাহাজটি তানজানিয়ার রাজধানী দারুসসালাম থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে যাচ্ছিল।প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বের বিভিন্ন স্থানে ইসরাইলের অনেকগুলো জাহাজে হামলার ঘটনা ঘটে।
তেলের ট্যাংকারে হামলার ঘটনায় ইরানকে দুষলো ইসরায়েল
0
Share.