তেল, গ্যাস ক্রয়ের চুক্তি করতে মস্কোতে তালেবানের প্রতিনিধি দল

0

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে সামরিক অভিযানের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই গ্যাসোলিন ও বেনজিন কেনার জন্য চুক্তির শর্ত নিয়ে মস্কোতে আলোচনা করছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের প্রতিনিধি দল। বার্তা সংস্থা রয়টার্সকে আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের মখপাত্র হাবিবুর রহমান হাবিব বলেন, তাদের বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মস্কোতে অবস্থান করছে। তারা গম, গ্যাস ও তেল সরবরাহের চুক্তি চূড়ান্তের জন্য কাজ করছেন। ‘‘তারা রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। চুক্তি হলে বিস্তারিত জানানো হবে।’’ রয়টার্সকে আফগান বাণিজ্য ও শিল্প মন্ত্রী জানায়, চলতি মাসে আফগান মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল রাশিয়া সফরের পর থেকে তালেবানের বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা চুক্তির কাজ শেষ করতে মস্কোতে অবস্থান করছেন। চুক্তির কাজ শিগগিরই শেষ হওয়ার আশা করছেন তালেবান কর্মকর্তারা। তবে এ বিষয়ে পররাষ্ট্র ও জ্বালানি মন্ত্রণালয়ের কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি। ইউক্রেনে সামরিক অভিযানের জেরে নজিরবিহীন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রাশিয়া। নিষেধাজ্ঞার কারণে বহু দেশ রাশিয়া থেকে প্রয়োজনীয় তেল, গ্যাস, শস্যসহ বহু পণ্য আমদানি করতে পারছে না।

Share.