শনিবার, ডিসেম্বর ২৮

তেল রপ্তানি বন্ধে ব্যর্থ হয়ে নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে আমেরিকা

0
 ডেস্ক রিপোর্ট: ভেনিজুয়েলায় ইরানের তেল রপ্তানি ঠেকাতে ব্যর্থ হয়ে এখন দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ওয়াশিংটন; মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমনটা বলেছে।ইরান থেকে পাঁচটি জাহাজে করে ভেনিজুয়েলায় তেল এবং তেল জাতীয় পণ্য পাঠানো হয়েছে। এরই মধ্যে চারটি জাহাজ ভেনিজুয়েলায় প্রবেশ করেছে এবং বাকি একটি জাহাজ ভেনিজুয়েলার পানিসীমায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে। এ অবস্থায় একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, আরো দুটি জাহাজে করে ভেনিজুয়েলায় তেল নেয়া হবে এবং এই দুটি ট্যাঙ্কারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে আমেরিকা।ওয়াল স্ট্রিটের তথ্যমতে, ইরানের জাহাজগুলো ভেনিজুয়েলার বন্দরে ভেড়ার পরপরই লিবিয়ার পতাকাবাহী জাহাজ বেরিং ও বেলা বন্দরে ভিড়বে। কিন্তু যদি তারা মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনিজুয়েলায় যায় তাহলে ইন্সুরেন্স এবং আন্তর্জাতিক ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত হবে -বলছে ওয়াল স্ট্রিট জার্নাল।ইরান এবং ভেনিজুয়েলার কর্মকর্তারা ওয়ালস্ট্রিট জার্নালের খবর সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেননি।
Share.