ত্রিভূজ প্রেমের বলি হয়েছেন গৃহবধূ রত্না

0

ঢাকা অফিস: ত্রিভূজ প্রেমের বলি হয়েছেন গৃহবধূ ফারহানা আক্তার রত্না। সমস্ত শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে নির্মমভাবে রত্নাকে হত্যা করা হয়। আর এই হত্যাকাণ্ডের জন্য তার দ্বিতীয় আসামি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের ওপর দায় চাপানো হয়। কিন্তু নিহত গৃহবধূ রত্নার বর্তমান স্বামী হাসিবুর রহমান সবুজ এ হত্যার দায় স্বীকার করে সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সোমবার এক সংবাদ সম্মেলনে এ ঘটনা প্রকাশ করেন। পুলিশ সুপার জানান, তালা উপজেলা সদরের মোবারকপুর এলাকার ভাড়া বাড়িতে স্বামীর সাথে রত্না বসবাস করতেন। গত ২১ ফেব্রুয়ারি গভীর রাতে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এ ঘটনায় রত্নার বাবা বাদী হয়ে মেয়ের দ্বিতীয় স্বামীসহ চারজনকে আসামি করে তালা থানায় একটি মামলা দায়ের করেন। ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ১৩ দিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে রত্না মারা যায়। পুলিশের অনুসন্ধানে বেড়িয়ে আসে রত্নার বর্তমান স্বামী হাসিবুর রহমান সবুজ প্রকৃত অপরাধী। তার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খাস মথুরা পুর গ্রামে।

Share.