মঙ্গলবার, ডিসেম্বর ২৪

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0

ডেস্ক রিপোর্ট: থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসা খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছয়দিন ব্যাংকক সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তৃতীয় দিনের শুরুতে থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। এ সময় তিনি থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সম্ভাবনার কথাও তুলে ধরেন। ছয় দিনের ব্যাংকক সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে। দিনের শুরুতেই থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে লাল গালিচায় সংবর্ধনা জানান তিনি। পরে একান্ত বৈঠকে বিষয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী। শীর্ষ দুই নেতার বৈঠক শেষে প্রতিনিধি পর্যায়ের একটি দ্বিপাক্ষিক আলোচনা হয়। আলোচনা শেষে পাঁচটি চুক্তি, তিনটি সমঝোতা স্মারক এবং একটি আগ্রহপত্রে স্বাক্ষর করে দুই দেশ। যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই ব্যবসায়ীদের বাংলাদেশের বিভিন্নভাবে বিনিয়োগের সম্ভাবনার কথা জানিয়ে বলেন, হাসপাতাল, চিকিৎসা খাত এবং অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগে আসতে পারে দেশটির ব্যবসায়ীরা। এ ক্ষেত্রে তার সরকারের পক্ষ থেকে নীতি সহায়তার পাশাপাশি সার্বিক সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

Share.