বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

দক্ষিণ আফ্রিকায় আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এতে ঘর ছাড়া হয়েছে শত শত মানুষ। সোমবার এই তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, ইস্ট লন্ডনের প্রায় প্রতিটি সড়ক তলিয়ে গেছে। ব্যাহত হচ্ছে যান চলাচল। এছাড়া প্রবল বন্যার কবলে বাস্তুচ্যুত হয়েছে কয়েকশ’ মানুষ। এমন বন্যা পরিস্থিতির জন্য জলবায়ুর ক্ষতিকর প্রভাবকে দায়ী করছেন পরিবেশবিদরা। তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আফ্রিকার দেশগুলো সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির ঝুঁকিতে রয়েছে। বন্যা কিংবা অতি খরার কবলে পড়ছে প্রতি বছর। ধ্বংস হচ্ছে বিস্তীর্ণ ফসলী জমি। ফলে দেখা দিচ্ছে তীব্র খাদ্য সংকট।

Share.