বুধবার, জানুয়ারী ১

দক্ষিণ কোরিয়ায় গ্রীষ্মকালীন ঝড়ে বন্যা, শহরবাসীকে সরিয়ে নেওয়া হচ্ছে

0

ডেস্ক রিপোর্ট: গ্রীষ্মকালীন ঝড় ‘খানুন’ এর প্রভাবে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকায় বন্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ ১৪ হাজারে বেশি মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিয়েছে এবং বন্যা কবলিত এলাকায় স্কুল বন্ধ করে দিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঝড়ের কারণে দক্ষিণ কোরিয়ায় প্রায় ৩৫০টি ফ্লাইট এবং ৪৫০টি ট্রেন রুট বাতিল করা হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ডেগুতে হুইলচেয়ারে করে নদীতে পড়ে একজন ব্যক্তি নিখোঁজ হয়েছেন। মন্ত্রণালয় বলছে, একই শহরে অন্য একজনেরও মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঝড়টি পূর্ব উপকূলের কিছু শহরে প্রতি ঘণ্টায় ৬০ মিমি (২.৪ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত করেছে এবং বন্দর শহর বুসানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২৬ কিলোমিটার। উত্তর দিকে সরে যাওয়ায় খানুন কিছুটা গতি হারিয়ে রাজধানী সিউলের দিকে ২৩ কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছে। খানুন শুক্রবারের উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে আঘাত হানতে পারে। দেশটির সেনাবাহিনী এবং ক্ষমতাসীন দলকে বন্যা-প্রশমন ব্যবস্থা এবং ফসল উদ্ধার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘খানুন’ গত সপ্তাহে দক্ষিণ জাপানে আঘাত হেনেছিল।

Share.