সোমবার, জানুয়ারী ১৩

দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত ১৬৯, আছে মার্কিন সেনাও

0

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ায় নতুন করে ১৬৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে এক মার্কিন সেনাও রয়েছে। এ ভাইরাসে দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত সব মিলিয়ে আক্রান্ত দাঁড়িয়েছে এক হাজার ১৪৬ জনে। প্রাণঘাতী এই ভাইরাসে ডেগু শহরে নতুন করে ১৩৪ জন আক্রান্ত হয়েছেন। সেখানেই যিশু খ্রিস্টের চিনচাওনজি গির্জাটি রয়েছে। এই মহামারীর সঙ্গে ওই গির্জার সংশ্লিষ্টতা রয়েছে বলেই জানিয়েছে কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার তাদের কোনো সদস্য প্রথমবারের মতো আক্রান্ত হয়েছেন। ডেগু থেকে ২০ কিলোমিটার দূরে ক্যাম্প ক্যারোলে ২৩ বছর বয়সী এক সেনার শরীরে কভিড-১৯ ভাইরাস ধরা পড়েছে। ক্যাম্পের কাছেই একটি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্র থেকেও এই ভাইরাসের সংক্রমণ বেড়েছে। বুধবারে ভাইরাসে দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে।

Share.