রবিবার, নভেম্বর ২৪

দক্ষিণ সিটির নির্বাচন বাতিল চেয়ে ইশরাকের মামলা

0

ঢাকা অফিস: অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্য বলে দাবি তুলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সদ্য অনুষ্ঠিত নির্বাচন বাতিল চেয়ে মামলা দায়ের করেছেন বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার যুগ্ম জেলা জজ আদালত-১ এর বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে এ মামলা করা হয়। মামলায় প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যুগ্ম সচিব (জয়েন্ট সেক্রেটারি) মো. আবুল কাশেমসহ আট জনকে বিবাদী করা হয়েছে। ইশরাক হোসেনের পক্ষে আইনজীবী ছিলেন মাসুদ আহমেদ তালুকদার। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘এ বিষয়ে আদালত এখনও কোনও আদেশ দেননি।’ বিচারক নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে তিনি জানান।

উল্লেখ্য, এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচন বাতিল চেয়ে সোমবার (২ মার্চ) মামলা করেন বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। ওই মামলাতেও এখনও কোনও আদেশ দেননি আদালত।

Share.