‘দমন-পীড়ন হোক, দাবি আদায় না হলে আন্দোলন চলবে’

0

ডেস্ক রিপোর্ট: যতই দমন-পীড়ন হোক, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন ভারতের কৃষক নেতারা। শনিবারের কর্মসূচিতে ব্যাপক সহিংসতার ঘটনায় সরকারের নিন্দা করেন তারা। আন্তর্জাতিক সম্প্রদায়কে সমর্থনের আহ্বান জানানশনিবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী চলা কৃষকদের ‘চাক্কা জ্যাম’ কর্মসূচির শেষদিকে ঘটে ব্যাপক সহিংসতা। বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে চলা আন্দোলনের বিশেষ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ কৃষকদের। তাদের দাবি, প্রতিবারই আইনশৃঙ্খলা বাহিনী তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাগড়া দেয়।কর্মসূচিতে বিরোধীদল কংগ্রেস সরাসরি অংশ নেয়। তারাও রাজপথে প্রতিবাদে গলা মেলায়।একজন বলেন, একতরফা আইন বাতিল করতে হবে সরকারকে। আমরাও এখন থেকে কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করে যাব।রাতে কৃষকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে মোদি সরকারের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান তারা।আরেক আন্দোলনকারী বলেন, সরকার আমাদের পাত্তাই দিচ্ছে না। আমরা যত দিন এর শেষ না দেখছি, ঘরে ফিরে যাব না। এর মধ্যে যদি প্রশাসনের বোধোদয় তাহলে আমরা বসতে রাজি আছি।প্রায় তিন মাস ধরে রাজপথের পাশাপাশি কৃষক আন্দোলন নিয়ে ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে কোনোভাবেই আইন বাতিল করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিজেপি সরকার।

Share.