বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

দর্জির কাছে জামার মাপ দিতে গিয়ে স্কুলছাত্রী ধর্ষণের শিকার!

0

ঢাকা অফিস: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে আজ বুধবার বাংলাদেশ সময় সকালে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাতেই প্রাথমিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দর্জি আবুল খায়েরকে (৪৫) আটক করে পুলিশ। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির স্বজনরা জানান, শিশুটি জামার মাপ দেওয়ার জন্য গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে কালিরহাট বাজারে আবুল খায়েরের দর্জি দোকানে যায়। এ সময় শিশুটিকে একা পেয়ে দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে আবুল খায়ের। এরপর শিশুটির হাতে পাঁচশ টাকা দিয়ে এ ঘটনা কাউকে না জানানোর জন্য ভয় দেখায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই শিশুটিকে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, খবর পেয়ে রাতেই কালিরহাট বাজার থেকে অভিযুক্ত দর্জি আবুল খায়েরকে আটক করেছে পুলিশ।

Share.