বিনোদন ডেস্কঃ ‘যন্ত্রণা’ চলছে রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেটের আনন্দ , পুরানো ঢাকার আজাদ, বিজিবি ও গীত সিনেমা হলে। প্রতিদিন ৪টি শো প্রদর্শিত হচ্ছে হল গুলোতে। কিন্তু এই হল গুলোতে দর্শক পাচ্ছে না ‘যন্ত্রণা’।
সরেজমিনে এই সব হলে দেখা যায়, প্রচুর সিট খালি রয়েছে। বলতে গেলে, দর্শকই নেই। আনন্দ সিনেমা হলের দুপুর সাড়ে ১২টার শোতে মাত্র ৫ জন ও হলের ডিসিতে আসন সংখ্যা ৫৪০টি, কিন্তু দর্শক সেখানে যন্ত্রণা দেখছেন১০ থেকে ১২ জন। একই রকমই চিত্র দেখা যায় সব হল গুলোতে।
আনন্দ সিনেমা হলে মনছুর বলেন, যন্ত্রণা সিনেমার দর্শক কম। যেহেতু শুক্রবার আরও বেশি দর্শক আশা করেছিলাম।
আজাদ হলে গিয়ে এক দর্শকের মুখোমুখি হলে তিনি জানান, আজ শুক্রবার আমার দোকান বন্ধ বলে সিনেমা দেখতে এসেছি। তবে, এত কম সংখ্যক দর্শক দেখে হতাশ। তারপর ভাবলাম ছবিটা দেখি যেহেতু টাকা দিয়ে ঢুকছি। কিন্তু সিনেমা দেখে আরও হতাশ। নায়িকাদের এমনিও চেনা মুখ না। তারপর অভিনয় তো একবারে বাজে। তাই মাঝপথেই বের হয়ে গেলাম।
গীত সিনেমা হলের এক কর্মকর্তা বলেন, চরম খারাপ অবস্থা। কোনো দর্শক আসছে না হলে। এমনকী শুক্রবার দর্শক আসে, তাও দর্শক নেই। ভাবছিলাম সন্ধ্যার শো ভালো যাবে, কিন্তু খুব বাজে একটা সময় গেল।
সিনেমাটিতে – ছাড়া আরো অভিনয় করেছেন—আদর, শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার,সায়মা স্মৃতি, প্রকৃতি, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ।
উল্লেখ্য গত ২৭ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’র প্রতি সম্মান দেখিয়ে মুক্তি পিছিয়ে দেন সংশ্লিষ্টরা।