স্পোর্টস রিপোর্ট: সময়টা মোটেই ভালো যাচ্ছে না ব্রাজিলের ফুটবলারদের। একবিংশ শতাব্দীর শুরুতে ২০০২ সালে ফিফা বিশ্বকাপ শিরোপা জয়ের পর বৈশ্বিক আসরে তেমন কোনো সাফল্য নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বিশ্বকাপের পাশাপাশি লাতিন শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকাতেও সেলেসাওদের সেই দৈন্যতা স্পষ্টতই ফুটে উঠেছে। রোববার (৭ জুলাই) রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার থেকে বিদায় নিয়েছে দরিভাল জুনিয়র শিষ্যরা। তাইতো ব্রাজিলের এমন হতাশাজনক হার মেনে নিতে পারছেন না ভক্তরা। মূল ম্যাচ অতিরিক্ত সময় গড়িয়ে টাইব্রেকারে গড়ালেও ম্যাচে দারুণ কিছু সুযোগ পেয়েছিল ব্রাজিল। তার ওপর লাল কার্ড পেয়ে উরুগুয়ের একজন খেলোয়াড় মাঠের বাইরে গেলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় সে সুযোগও আর লুফে নিতে পারেনি কোপায় ৯ বারের চ্যাম্পিয়নরা। যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানে শেষ হাসি উরুগুয়ের। ৪-২ তে হারের মুখ দেখে ব্রাজিল। তবে ব্রাজিলের কঠিন সময়ে দেশের মানুষের সমর্থন চাইলেন এনদ্রিক। হারের পর এই ব্রাজিলিয়ানের কণ্ঠে ঘুরে দাঁড়ানোর আশ্বাস। চেয়েছেন দেশের মানুষের সমর্থন, ‘আমরা কঠিন সময় পার করছি। কিন্তু এই কঠিন সময়ে আশা করছি আমরা সব ব্রাজিলিয়ানের সমর্থন পাব। ব্রাজিলকে শীর্ষে নিতে চাই, এজন্য আমরা কাজ চালিয়ে যাব এবং বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুতি নেব। ’ হারের পর ব্রাজিলের অধিনায়ক দানিলো বলেন, ‘আমরা একজন খেলোয়াড় কম খেলার সুবিধা নিতে পারিনি। আমাদের আরও সক্রিয় হওয়া উচিত ছিল দু’টি সুযোগের ক্ষেত্রে। আমাদের যা কিছু ছিল, সব নিয়েই লড়াই করেছি। ভালো পারফর্ম করছি। তারপর পেনাল্টি। পেনাল্টিতেও প্রায় সবই ঠিকঠাক ছিল। কিন্তু উরুগুয়ে তরুণ হলেও তারা তাদের দক্ষতা দেখিয়েছে। ’ দানিলো আরও যোগ করেন, ‘আমি আশা করবো, সমর্থকরা যেন ধৈর্য ধরে। এটা সত্যি যে, ব্রাজিল দীর্ঘদিন ট্রফি জিতছে না। কিন্তু এই তরুণ দলটার প্রতি আস্থা রাখা উচিত। আমি আমার কথা বলছি না। আমি জানি না কতদিন জাতীয় দলের হয়ে খেলতে পারবো। এই প্রতিভাবান খেলোয়াড়দের উপর সবার ভরসা করা উচিত। ’ উল্লেখ্য, ৭৪ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। বল নিয়ে দৌড়াতে থাকা রদ্রিগোকে পেছন থেকে পায়ে ট্যাকেল করেন নাহিতান নান্দেজ। প্রথমে তাকে হলুদ কার্ড দেন রেফারি। কিন্তু ভিএআর রিভিউয়ের পর লাল কার্ড দেখিয়ে নান্দেজকে মাঠছাড়া করেন রেফারি। সেই সুযোগ কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলটি পায়নি ব্রাজিল। তার ওপর কার্ড জটিলতায় মাঠের বাইরে ছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। তার স্থলাভিষিক্ত হয়েছিলেন ১৭ বছর বয়সী তরুণ স্ট্রাইকার এন্ড্রিক ফেলিপ। বড় ম্যাচে তার ভূমিকা দেখার অপেক্ষায় ছিল ব্রাজিলভক্তরা, তবে মাঠের খেলায় সেভাবে নজর কাড়তে পারেননি তিনি।
দলের কঠিন সময়ে দেশের মানুষের সমর্থন চাইলেন এনদ্রিক
0
Share.