বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

দাফনের কিছুক্ষণ আগে ‘নড়ে’ উঠল তিন বছরের শিশু তবুও মেনে নিতে হয় শেষ বিদায়

0

ডেস্ক রিপোর্ট:  ৩ বছরের শিশুকন্যার মৃত্যুতে পুরো বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় বুক ফেটে যাচ্ছে সবার। নিয়ম মেনে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছেন সবাই। কিন্তু ঠিক সেই সময় নড়ে উঠল ‘মৃত’ শিশু। এমন ঘটনায় পুরোপুরি সবাই হতবাক হয়ে যান। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে মেক্সিকোতে। এনডিটিভি জানিয়েছে, ‘মৃত’ থেকে জীবিত হয়ে ওঠা ওই শিশুর নাম ক্যামেলিয়া রোক্সানা মার্টিনেজ মেনডোজা। সে মেক্সিকোর ভিলা দ্য ব়্যামস শহরের বাসিন্দা। কিছুদিন আগে গুরুতর অসুস্থ হয় ক্যামেলিয়া। জ্বর, পেটব্যথা ও বমি হচ্ছিল তার। শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করতে পরামর্শ দেয়া হয়। চিকিৎসকের পরামর্শ মতো স্থানীয় কমিউনিটি হাসপাতালে ভর্তিও করা হয় ক্যামেলিয়াকে। সেখানেই প্যারাসিটামল জাতীয় ওষুধ দেয়া হয় তাকে। কিন্তু চিকিৎসায় কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত ক্যামেলিয়াকে ১৭ আগস্ট মৃত ঘোষণা করা হয়। নিয়ম মেনে ওইদিনই দাফন করার কথা ছিল ক্যামেলিয়াকে। এজন্য কফিন ভরে মরদেহ নিয়ে যাওয়া হয় কবরস্থানে। সেখানেই ঘটে যায় পিলে চমকে দেয়া ঘটনা। কাঁচের কফিনটিকে কবরে নামানোর আগে হঠাৎ ‘নড়ে’ ওঠে ক্যামেলিয়া। শুরুতে সবাই ঘাবড়ে গেলেও দ্রুত কফিনের কাঁচের ঢাকনা খোলা হয়। নাড়ি টিপে দেখেন একজন। প্রাণের স্পন্দন ধরা পড়ে। তারপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবারও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মারা গেছে শিশুটি। আরেকবার তারা ভুল ঘোষণা দিয়েছে এটিও স্পষ্ট হয়। এবার ঠিকই মৃত্যু হয়েছে তার। ক্যামেলিয়ার মা জানান, শেষকৃত্যের সময় মায়ের থাকতে নেই, তাই তিনি সেখানে ছিলেন না। এখন পুরো পরিবারের আক্ষেপ করছে। হয়তো সময়মতো চিকিৎসা হলে বাঁচানো যেত ক্যামেলিয়াকে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

Share.