মঙ্গলবার, ডিসেম্বর ২৪

দারুণ খবর আসছে খুব শিগগির, সঙ্গে থাকুন: মিমি

0

বিনোদন ডেস্ক: শিগগিরই অনুরাগীদের সঙ্গে দারুণ একটা সুখবর শেয়ার করে নেবেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। নিজেই ইনস্টাগ্রামে সেই ঘোষণা দিয়েছেন যাদবপুরের সাংসদ। কিন্তু খুশির খবরটা কী, তা স্পষ্ট জানাননি মিমি। তবে একটা কথা বেশ পরিষ্কার, এখন বিয়ে করছেন না অভিনেত্রী। সে কথাটা ইনস্টাগ্রামে সাফ জানিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয় টলিউড তারকা মিমি। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৩০ লাখ। হামেশাই নিজের গ্ল্যামারাস ফটোশ্যুট, মজার ভিডিও, পোষ্যদের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে তুলে ধরেন মিমি। তার সৌন্দর্যের প্রতিফলন প্রতিনিয়তই ধরা পড়ে সোশ্যাল মিডিয়ার দেয়ালে। সম্প্রতি নিজের একটি ‘সানকিসড’ ছবি পোস্ট করে মিমি লেখেন, ‘দারুণ খবর আসছে খুব শিগগির, সঙ্গে থাকুন। তবে হ্যাঁ, আমি এখনই বিয়ে করছি না’। তাহলে কোন সুখবরের কথা বলছেন মিমি? নায়িকা বৃহস্পতিবার ফ্যানদের সঙ্গে সেই প্রশ্নের উত্তর দিলেন ইনস্টাগ্রামে। সেখানে মিমি ইঙ্গিত দিয়েছেন খুব শিগগিরই নতুন কোনো গান নিয়ে হাজির হচ্ছে তিনি। যদিও সেটি অভিনেত্রীর কোনো সিঙ্গেল হবে নাকি বাজি ছবির কোনো গানের রিপ্রাইজ ভার্সন, তা স্পষ্ট নয়। এদিন মিমি এও জানান, ‘মিথ্যাবাদী এবং অসংবেদনশীল মানুষ আমি পছন্দ করি না’। অভিনেত্রী মিমি না নেত্রী মিমি- কোনটা বেশি পছন্দের? তারকা সাংসদ জানান, ‘মানুষ মিমি চক্রবর্তী’। তবে নিজের জীবনের সবচেয়ে সেরা দিনের কথা বলতে গিয়ে নস্টালজিক নায়িকা বলেন, ‘যেদিন আমি সংসদে দাঁড়িয়ে শপথ নিয়েছিলাম, ওটাই সবচেয়ে স্মরণীয় দিন’। এদিকে, পূজায় মুক্তি পেতে চলেছে মিমির নতুন ছবি ‘বাজি’। এই ছবিতেই প্রথমবার টলিউড তারকা জিতের সঙ্গে জুটি বেঁধেছেন তারকা অভিনেত্রী। এছাড়া সদ্যই ‘খেলা যখন’ ছবির শ্যুটিং শেষ করেছেন তিনি। আপতত মৈনাক ভৌমিকের ‘মিনি’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত মিমি।

Share.