স্পোর্টস ডেস্ক: লম্বা বিরতির পর ওয়ানডে শুরু। চরম উত্তেজনার ম্যাচ প্রথম ঘণ্টাতেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ইংল্যান্ড। প্রথম পাওয়ার প্লেতে ৫ উইকেট নেওয়ার পর অল্পতেই আটকে দিল আইরিশদের। এরপর বাকি কাজ সেরেছেন ব্যাটসম্যানরা। দুই বিভাগের নৈপুণ্যে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।গতকাল বৃহস্পতিবার সাউদাম্পটনে সিরিজের প্রথম ম্যাচে জিতে ১-০ তে এগিয়ে গেল ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে উইলির দারুণ বোলিংয়ে ৪৪ ওভার ৪ বলে ১৭২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে ২৭ ওভার ৫ বলেই জয় তুলে নেয় ইংলিশরা।এই ম্যাচ দিয়ে শুরু হলো ওয়ানডে সুপার লিগ। আর লিগের প্রথম ম্যাচেই দারুণ সূচনা করল বিশ্বকাপজয়ীরা। গত বিশ্বকাপের পর দেশের মাটিতে এটাই ছিল ইংল্যান্ডের প্রথম ওয়ানডে।টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল আয়ারল্যান্ড। উইলির দাপটে মাত্র ২৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। এরপর ৭৯ রানে হারায় আরো দুই উইকেট। দ্রুত টপঅর্ডারদের হারানোর পর বেশি দূর যেতে পারেনি তারা। শেষ পর্যন্ত ১৭২ রানে থামে অতিথিদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন ক্যাম্পার। ৪৮ বলে তিন চার ও এক ছক্কায় ৪০ রান করেন ম্যাকব্রাইন।ইংলিশদের পক্ষে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেন উইলি। তাঁর আগের সেরা ছিল ৩/৩৪।জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। তবে প্রথম ৭৮ রানে চার ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে স্বাগতিকরা। এরপর ইংলিশদের টানেন বিলিংস। ৫৪ বলে ১১ চারে ৬৭ রানে অপরাজিত ছিলেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। আগামীকাল শনিবার একই ভেন্যুতে সিরিজ নিশ্চিত করতে মাঠে নামবে ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড : ৪৪.৪ ওভারে ১৭২ (স্টার্লিং ২, ডেলানি ২২, বালবার্নি ৩, টেক্টর ০, ও’ব্রায়েন ২২, টাকার ০, ক্যাম্পার ৫৯*, সিমি ০, ম্যাকব্রাইন ৪০, ম্যাককার্থি ৩, ইয়ং ১১; উইলি ৮.৪-২-৩০-৫, মাহমুদ ৯-১-৩৬-২, রশিদ ১০-৩-২৬-১ কারান ৭-০-৩৭-১, মইন ১০-০-৩৭-০)।
ইংল্যান্ড : ২৭.৫ ওভারে ১৭৪/৪ (রয় ২৪, বেয়ারস্টো ২, ভিন্স ২৫, ব্যান্টন ১১, বিলিংস ৬৭*, মরগান ৩৬*; ম্যাককার্থি ০.৫-০-৩-০, স্টার্লিং ০.১-০-১-০, ইয়ং ৮-০-৫৬-২, ম্যাকব্রাইন ৮-০-৪৭-১, ক্যাম্পার ৫-০-২৬-১, সিমি ৩.৫-০-২৩-০, ডেলানি ২-০-১২-০)