দারুণ জয়ে টি-টোয়েন্টি সিরিজও পাকিস্তানের

0

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও দাপট দেখিয়েছে পাকিস্তান। গতকাল শুক্রবার চতুর্থ টি-টোয়েন্টিতে জিতে সিরিজ নিজেদের করে নিল বাবর আজমের দল।  সেঞ্চুরিয়নে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ের মাধ্যমে  ৩-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সফরকারীরা। এর আগে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজও ঘরে তুলেছিল পাকিস্তান।সুপারস্পোর্ট পার্কে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের তিন বল আগে ১৪৪ রান সংগ্রহ করে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে শুরুতেই এইডেন মারক্রামকে হারায় স্বাগতিকেরা।  এরপর ইয়ানেমান মালান ও রাসি ফন ডার ডাসেনের ব্যাটে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠে প্রোটিয়ারা। অবশ্য সেই জুটিই বেশিদূর যেতে পারেনি। ২৮ বলে ৩৩ রান করে ফাহিম আশরাফের বলে আউট হন মালান। তবুও ফন ডার ডাসেনের ব্যাটে ছুটছিল প্রোটিয়ারা। কিন্তু শেষ পর্যন্ত স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামান ফাহিম। একে একে তুলে নেন উইকেট। তাতে বেশিদূর যেতে পারেনি দক্ষিণ আফ্রিকাও।৪ ওভারে ১৭ রান দিয়ে তিনটি উইকেট নেন ফাহিম। ৪০ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন হাসান আলিও।জবাব দিতে নেমে ১৯.৫ ওভারে জয় তুলে নেয় পাকিস্তান। রান তাড়া করতে নেমে শুরুতেই আউট হন অতিথি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। এরপর বাবর ও ফখর জামানের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। দলীয় ৯২ রানে এই জুটি ভাঙে। ৩৪ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন ফখর। ফখরের পর ২৪ রানে সাজঘরে ফেরেন বাবরও।এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে যায় পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। এক বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা : ১৯.৩ ওভারে ১৪৪ (মালান ৩৩, মারক্রাম ১১, ফন ডার ডাসেন ৫২, ক্লাসেন ৯, লিন্ডে ৩, মুল্ডার ৬, ফেলুকওয়ায়ো ১, মাগালা ৭, ফোরটান ৮, উইলিয়ামস ২*, শামসি ০; আফ্রিদি ৪-০-১৯-১, নওয়াজ ৪-০-৪০-১, রউফ ৩.৩-০-১৮-২, হাসান ৪-০-৪০-৩, ফাহিম ৪-০-১৭-৩)।

পাকিস্তান : ১৯.৫ ওভারে ১৪৯/৭ (রিজওয়ান ০, বাবর ২৪, ফখর ৬০, হাফিজ ১০, হায়দার ৩, আসিফ ৫, ফাহিম ৭, নওয়াজ ২৫*, হাসান ২*; ফোরটান ৩-০-২৬-১, মুল্ডার ২-০-১৪-০, উইলিয়ামস ৩.৫-০-৩৯-২, মাগালা ৪-০-৩৩-২, শামসি ৪-০-২১-১, ফেলুকওয়ায়ো ২-০-১১-১, লিন্ডে ১-০-৩-০)।

ফল : পাকিস্তান ৩ উইকেটে জয়ী।

সিরিজ : ৪ টি-টোয়েন্টির সিরিজে ৩-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান।

ম্যান অব দ্য ম্যাচ : ফাহিম আশরাফ।

Share.