বাংলাদেশ থেকে দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্যারেড মাঠে ১১ আনসার ব্যাটালিয়নের আনসার সদস্যদের দিনাজপুরে ২০ অক্টোবরের উপ-নিবাচনে দায়িত্ব পালনে আনসার সদস্য বাছাই ও ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম ১৯ অক্টোবর সোমবার সকালে ১০টায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উক্ত আনসার সদস্য বাছাই অনুষ্ঠানে ১১ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতিঃ দাঃ) প্রাপ্ত মোঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এইচ.এম মাগ্ধসঢ়;ফুরুল হাসান আব্বাসী, অতিরিক্তি পুলিশ সুপার মোঃ মমিমুল করিম, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইবনুল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবু সাঈদ এবং ১১ আনসার ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার আনোয়ার জাহেদ প্রমূখ দিনাজপুরে উপ-নিবাচনে দায়িত্ব পালনে আনসার সদস্য বাছাই ও ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন শুধু এই নির্বাচন নয় দেশের রাষ্ট্রিয় সুরক্ষার প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে আপনাদের অনেক ভূমিকা রয়েছে। আপনাদেরকে অত্যাধনিক অস্ত্রের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে দায়িত্ব পালনের জন্য আধুনিক অস্ত্র প্রদান করে বিভিন্ন গুরুত্ব পূর্ণ দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। আমি আশাবাদী আপনাদের উপর অর্পিত দায়িত্ব গুরুত্বের সাথে পালন করে এই ব্যাটালিয়নের মর্যাদা বজায় রাখবেন। ২০ অক্টোবর মঙ্গলবার জেলায় উপ-নির্বচনে বিভিন্ন কেন্দ্রে পুলিশের পাশাপাশি ১১ আনসার ব্যাটালিয়নের অধিনস্থ মোট ১হাজার ৫শত ৩২জন আনসার সদস্য-সদস্য দায়িত্ব পালন করবে। জেলায় উপ-নির্বচনে বিভিন্ন কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত ১হাজার ৫শত ৩২জন আনসার সদস্যদের মধ্যে মহিলা আনসার সদস্য রয়েছেন ৫১২জন।
দিনাজপুরে আনসার সদস্যদের নির্বাচনে দায়িত্ব পালনে আনসার সদস্য বাছাই ও ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত
0
Share.