বুধবার, জানুয়ারী ১

দিনাজপুরে পরিচয়হীন ব্যক্তির লাশ উদ্ধার

0

বাংলাদেশ থেকে  দিনাজপুর  প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয়ের (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পলিপ্রায়াগপুর এলাকার আজিজুলের লিচু বাগানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, মহাসড়কে একটি পরিচয়হীন ব্যক্তির মরদেহ পড়ে আছে এমন তথ্য দিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্থানীয় এক ব্যক্তি। বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে রক্তাক্ত জখম অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মাছের গাড়িতে ছিল। মরদেহটির পাশে বেশকিছু মাছের পোনা পড়েছিল।

Share.