মঙ্গলবার, জানুয়ারী ১৪

দিনাজপুরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে উল্টে গেলো পাঁচ বগি

0

বাংলাদেশ থেকে  দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরে বালুবোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই ট্রেনের পাঁচটি বগি রেললাইনের পাশের ক্ষেতে উল্টে গেছে। পার্বতীপুর উপজেলার মন্মথপুর রেলওয়ে স্টেশনের কাছে যশাই রেলক্রসিংয়ে বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর-পঞ্চগড় রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনায় ট্রেনের চালক গুরুতর আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার দিনাজপুর থেকে বগুড়া হয়ে সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেনটি বুধবার সপ্তাহিক ছুটি ছিল। তাই ভোরে ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে দিনাজপুর থেকে যাচ্ছিল। একই সময় যশাই রেলক্রসিংয়ে একটি বালুবোঝাই ডাম্প ট্রাক বিকল হয়ে পড়ে। ঘন কুয়াশা থাকার কারণে ট্রেনটি সজোরে বালুর ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি ধুমড়ে-মুচড়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রেনের পেছনে থাকা ৫টি বগি পাশের ক্ষেতে উল্টে যায়। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর থেকে পঞ্চগমমুখী সব ধরনের ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।

Share.