বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

দিল্লিতে কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত

0

ডেস্ক রিপোর্ট: ভারতের রাজধানী দিল্লিতে একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। স্থানীয় সময় রবিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে দিল্লির উত্তর পশ্চিমাংশে একটি কাপড়ের গোডাউনে আগুন লাগার এ ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, তিনতলা একটি বিল্ডিংয়ে কাপড়ের গুদাম ছিল একেবারে নীচে। সেখানে আগুন লাগার ঘটনা ঘটে। আহতদের উদ্ধারের পর সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতাল ও অন্যান্য নিকটবর্তী হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করা হয়। স্থানীয় সূত্র গাণমাধ্যমকে জানিয়েছে, ওই বিল্ডিংয়ে আগুন নেভানোর তেমন কোনও ব্যাবস্থা ছিল না। পাশাপাশি সিঁড়ির সংখ্যাও ছিল একটি।

উল্লেখ্য, উত্তর দিল্লিতে চলতি মাসেই এক অগ্নিকাণ্ডে ৪৩ জনের প্রাণহানি হয়। সেবারের ঘটনায় কারখানার বেশিরভাগ শ্রমিক ঘুমিয়ে ছিলেন, ফলে মৃত্যুর কবলে পড়েন অনেকে। এর রেশ কাটতে না কাটতে ফের একবার আগুনের কবলে রাজধানী শহর।

Share.