ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি আপাতত স্থগিত করা হয়েছে। শনিবার (২৮ মে) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৈঠকটি পরে অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন শুক্রবার (২৭ মে) ভারত সফরে গেছেন। সেখানে পররাষ্ট্র মন্ত্রী আসামে নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভে যোগ দিয়েছেন। তবে আসাম থেকে দিল্লিতে যাওয়ার কথা ছিল মন্ত্রীর। কারণ দিল্লিতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী যৌথ পরামর্শক কমিটির সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত ছিল। কিন্তু দিল্লির সেই বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে। এ নিয়ে মোমেন বলেন, “আমি এখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। এ সময় নানান বিষয়ে আলোচনা হয়েছে। তাই আমরা মনে করি যে, পূর্ব নির্ধারিত সোমবারের (৩০ মে) বৈঠকটি পিছিয়ে দিতে পারি।”