শুক্রবার, ডিসেম্বর ২৭

দিল্লি-যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগের সম্পর্ক একইরকম: ড. হাছান মাহমুদ

0

ঢাকা অফিস: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের সাথে সব দেশের সুসম্পর্ক রয়েছে। অনেকে ষড়যন্ত্র করছে এই সম্পর্ক নষ্ট করতে। মন্ত্রী বলেন, দিল্লি ও যুক্তরাষ্ট্রের সাথে একই সম্পর্ক আওয়ামী লীগের। সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন বৈঠকে সে সম্পর্কের আরও উন্নতি হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদ হলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৩ উপলক্ষে মার্চেন্ট ব্যাংকারস এসোসিয়েশনের সেমিনারে প্রধান অতিথি হিসবে যোগদান শেষে সাংবাদিকদের এসব বলেন তথ্যমন্ত্রী। এসময় তিনি বলেন, বিএনপি দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের নাক গলানোর সুযোগ করে দিয়েছে। দেশকে পরিচালনা কে করবে জনগণ তা নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক খুব চমৎকার। যথাসময়ে জনগণের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ অনেক আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

Share.