বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

দুইটি তক্ষকসহ আটক- ১

0

ঢাকা অফিস: সাতক্ষীরায় দুইটি তক্ষকসহ সাইদুল ইসলাম গাজী (৪৬) নামের একজনকে আটক করেছেন র‌্যাব-৬ এর একটি দল। শুক্রবার বাংলাদেশ সময় বিকালে শ্যামনগর উপজেলার খেগড়াদানা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সাইদুল ইসলাম খেগড়াদানা গ্রামের হামিজ উদ্দীন গাজীর ছেলে। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মো. শাহিনুর ইসলাম জানান, আমরা জানতে পারি খেগড়াদানা গ্রামে কতিপয় ব্যক্তি বন্যপ্রাণী ‘তক্ষক’ অবৈধভাবে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এসময় সাইদুল ইসলামকে দু’টি তক্ষকসহ হাতে নাতে আটক করা হয়। তাকে শ্যামনগর থানায় হস্তান্তরের আইনগত প্রক্রিয়া চলছে।

Share.