স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে এককথায় উড়ছে আর্সেনাল। লিগ টেবিলের শীর্ষে জেঁকে বসা তো আছেই, গানারদের রক্ষণ ভাঙাই যেন বড় পরীক্ষা এখন দলগুলোর জন্য। সেই আর্সেনালকে থামিয়েছে অ্যাস্টন ভিলা।আজ শনিবার (৬ ডিসেম্বর) ভিলা পার্কে ১-২ গোলে হেরেছে আর্সেনাল। গোল ছাপিয়ে গানারদের এ হার যেন দুই আর্জেন্টাইনের কাছে।গোটা ম্যাচে তিন কাঠির নিচে দুর্দান্ত ছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ডি বক্সের ভেতর থেকে দুটিসহ মোট সাতটি গোল ঠেকিয়ে আর্সেনালকে একপাশে আটকে রাখেন তিনি। বাকি কাজ সারেন বদলি নামা আরেক আর্জেন্টাইন এমি বুয়েন্দিয়া।৮৭ মিনিটে মাঠে নেমে ম্যাচের ইনজুরি সময়ের শেষ মুহূর্তে নাটকীয় এক গোল করেন বুয়েন্দিয়া। জটলা আর আর্সেনাল গোলরক্ষকের দুর্দান্ত সেভের পরেও বল জালে পাঠান এই মিডফিল্ডার। সেই গোলেই বুনো উল্লাসে মাতে ভিলা। এর আগে, ঘরের মাঠে ৩৬তম মিনিটে ম্যাটি ক্যাশের গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। দ্বিতীয়ার্ধে ৫২তম মিনিটে লেয়ান্দ্রো ত্রোসার্ডের গোলে সমতায় ফেরে আর্সেনাল। যদিও সিনেমাটিক গোলে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে উনাই এমেরির শিষ্যরাই। এ হারের পরেও ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রয়েছে আর্সেনাল। আর সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে আসে ভিলা। তবে আজ যদি ম্যানচেস্টার সিটি সান্ডারল্যান্ডকে হারাতে পারে, তবে ৩১ পয়েন্ট নিয়ে আবার দুইয়ে উঠে আসবে সিটিজেনরাই।
দুই আর্জেন্টাইনের জোড়া আঘাতে থেমে গেল অপ্রতিরোধ্য আর্সেনাল
0
Share.