বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

দুই ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, শিক্ষিকা গ্রেপ্তার

0

ডেস্ক রিপোর্ট: দুই ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের দায়ে অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষিক সামান্তা ক্যালিফোর্নিয়ার বিউমন্টের বাসিন্দা। তিনি বিউমন্টের হাইস্কুলের শিক্ষিকা ছিলেন। চলতি বছরের জুন থেকে ছাত্রের সঙ্গে ক্রমাগত যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তবে, সেই ছাত্র যেন সবকিছু ফাঁস না করে, সেজন্য ক্রমাগত চাপ দিতেন সিওট্টা। এমনকি ওই দুই ছাত্রকে ব্ল্যাকমেইল করতেন বলেও অভিযোগ উঠেছে। মাসে অন্তত পাঁচবার তিনজন একসঙ্গে মিলিত হতেন। কিছুদিন আগেই একটি ভিডিও ফাঁস করে দেন এক ছাত্র। মদ্যপান করে একেবারে নেশায় বুঁদ ছিল ছাত্র। সে কারণে ভুল করে শারীরিক সম্পর্কের সেই ভিডিও তার এক বন্ধুকে পাঠিয়ে দেয়। ভিডিওতে ওই শিক্ষিকাকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। এরপর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে। ছাত্রও ঘটনার সত্যতা স্বীকার করে নেয়।

প্রসঙ্গত, ওই শিক্ষিকা বিবাহিত এবং দুই সন্তানের মা। অতিরিক্ত ক্লাসের নাম করে আলাদা করে নিয়ে যেতেন ওই ছাত্রকে। এরপর দুজনে মদ্যপান করে মিলিত হতেন।

Share.