দুই ট্রাকেরমুখোমুখি সংঘর্ষ ট্রাকের সহকারী নিহত

0

ঢাকা অফিস: নারায়ণগঞ্জের বন্দর লহ্মনখোলা মাদরাসা রোড এলাকায় দুই ট্রাকেরমুখোমুখি সংঘর্ষ মো:এরশাদ(৫৫) নামে এক ট্রাকের সহকারী নিহত হয়েছে। মঙ্গলবার(২১ মে)সকাল আটটার দিকে এই ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে দশটার দিকে মৃত ঘোষণা করে। নিহতকে নিয়ে আসা মোঃ নাসির জানান, বন্দরে লহ্মনখোলা মাদ্রাসা রোড এলাকায় বালুর ট্রাক ও সিমেন্টের ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে হয়, এতে বালুর ট্রাক হেলপার এরশাদ গুরুতর আহত হন, পরে দ্রুত গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কাঁচপুর এলাকার আব্দুল জলিলের সন্তান। ঢকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Share.