দুই দফায় বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে: সিইসি

0

ঢাকা অফিস: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, আমরা বিএনপির জন্য অপেক্ষা করব। দুই দফায় বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার (২০ জুলাই) গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আজ বিএনপির সঙ্গে সংলাপের সিডিউল থাকলেও দলটির পক্ষ থেকে কেউ আসেনি। গণতন্ত্রী পার্টির সংলাপ শেষে সিইসি বলেন, ‘আপনারা তো পেপারেই দেখেছেন একটা দলের হয়তো অনাস্থা আছে। আবার আমাদের সঙ্গে যারা বসছেন, তাদের প্রত্যেকের আমাদের প্রতি আস্থা আছে। সব দলই ইতিবাচক। সবাই ঐক্যের কথা বলছেন। ঐক্য হতেও পারে, নাও হতে পারে। আমাদের প্রয়াস অব্যাহত থাকবে। কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা রাজনৈতিক দলগেুলোকে বলেছি আপনারা ঐক্যের চেষ্টা করুন এবং ঐক্য হলে আমরা আনন্দিত হবো। আর আমরা যে দায়িত্ব নিয়েছি, আইন-কানুন এবং সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করার, সেই দায়িত্বটা পালন করে যাবো। তিনি বলেন, নির্বাচনে যাতে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়টি নিশ্চিতের কথা বলেছে দলগুলো। আমরাও বলেছি, সত্যিকার অর্থে এটিই আমাদের একমাত্র দায়িত্ব যেন প্রত্যেকটা ভোটার কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এটাই গণন্ত্রের ভিত্তি।

Share.