ঢাকা অফিস: বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নৌকার প্রার্থী আনোয়ার আকন ও স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের সমর্থকদের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ প্রায় শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে পাথরঘাটা থানায় মামলা দায়ের করেছে পুলিশ। একই সঙ্গে জাহাঙ্গীর খান ও রাসেল খান নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে সহকারী পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো. তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, পাথরঘাটা পৌরসভা নির্বাচনে থানার সামনে থেকে স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল তার সমর্থকদের নিয়ে পাথরঘাটা পৌর শহরে মিছিল নিয়ে বের হলে নৌকার সমর্থকরা বাধা দেয়। পরে নৌকা সমর্থক ও স্বতন্ত্র সমর্থকদের তরে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এর কিছুক্ষণ পরে নারিকেল মার্কার মিছিল নিয়ে তালতলা একলা থেকে প্রায় ৫ শতাধিক মহিলা ও পুরুষ দেশীয় অস্ত্র রামদা, রড, জিআর পাইপ ও লাঠিসোঁটা নিয়ে পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০ রাউন্ড ফাকাগুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পাথরঘাটা থানার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন, ওসি তদন্ত সাঈদ আহমেদ, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমাম হোসেন নাহিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব বিন ত্বোহাসহ পুলিশ ও দু’পক্ষের কর্মীরা আহত হযন। তবে সবার নাম জানা যায়নি। পুলিশ আহতের ঘটনায় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।পাঘরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, সরকারি কাজে বাধা দান এবং পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ: ৩০০ জনকে আসামি করে মামলা, আটক ২
0
Share.