বুধবার, জানুয়ারী ২২

দুই বছর পর ফিরছেন রেসি

0

বিনোদন ডেস্ক: ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা মৃদুলা আহমেদ রেসি। কয়েক বছর আগেও অভিনয়ে নিয়মিত ব্যস্ত ছিলেন। চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি প্রায় ৫০ টির মতো সিনেমায় কাজ করেছেন। পছন্দের গল্প আর মনের মতো চরিত্রের অভাবে এখন চলচ্চিত্রে দেখা মিলছে না তাকে। কিন্তু দুই বছর পর ‘ইয়েস ম্যাডাম’ নামের নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন রেসি। ছবিটির পরিচালক রকিবুল ইসলাম রাকিব। ছবিটির প্রসঙ্গে রেসি বলেন, রবিবার রাতে নতুন এ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। চলতি মাসের ২০ তারিখ থেকে ঢাকায় শুটিং শুরু হবে। প্রথম লটের শুটিং চলবে টানা ১০ দিন। এই সিনেমায় আমার গানের অংশগুলোর শুটিং হবে কক্সবাজার ও রাঙামাটির সব মনোরম লোকেশনে। লেডি অ্যাকশন গল্পের এই সিনেমায় আমি মূখ্য চরিত্রে অভিনয় করছি। গল্পটা শুনেই খুব পছন্দ হয়েছে। মাঝে অভিনয় থেকে দূরে থাকার কারণ জানিয়ে এ অভিনেত্রী বলেন, অনেক ছবির প্রস্তাব এসেছে, কিন্তু আমি নিজের জন্য উপযুক্ত মনে করিনি। তাই ভালো গল্প, চরিত্রের জন্য অপেক্ষায় ছিলাম। নতুন ছবিটি দিয়ে সে অপেক্ষার অবসান করলাম। আমি গত এক বছর ধরে নিজেকে সেভাবেই তৈরি করেছি। এখন আমি সিনেমার জন্য পুরোদস্তুর তৈরি। ‘ইয়েস ম্যাডাম’ প্রযোজনা করছে টুঙ্গিপাড়া নামের প্রযোজনা প্রতিষ্ঠান। রেসি ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কেয়া, তানহা মৌমাছি, শিপন মিত্র। দুই ভিলেন চরিত্রে দেখা যাবে অমিত হাসান ও অরুণা বিশ্বাসকে।

Share.