দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৫,আহত- ৩০

0

ঢাকা অফিস: রাজবাড়ীর কালুখালী উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও ৩০ জনের মতো আহত হয়েছেন। গুরুতর আহতের মধ্যে অন্তত ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় রাজবাড়ীর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মদাপুর ইউনিয়নের দুর্গাপুরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শওকত আলী জোয়াদ্দার। তিনি বলেন, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম ফরমান আলী মণ্ডল (৭০)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিয়ালদহ ইউনিয়নের মাঝগ্রামের বাসিন্দা। আহতদের রাজবাড়ী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত বাস লালন পরিবহনের (ঢাকা মেট্রো স ১১-০২৪১) যাত্রী ও নিহত ফরমান আলী মণ্ডলের জামাতা আলম মণ্ডল বলেন, তাঁরা সকাল নয়টায় ঢাকার গাবতলী থেকে লালন পরিবহনের এই এসি বাসে করে রওনা দেন। শুরু থেকেই চালক বাস বেপরোয়াভাবে চালাচ্ছিলেন। এ নিয়ে যাত্রীরা তাঁকে সাবধান করে। কিন্তু তিনি কথা শোনেননি। পথে গোয়ালন্দ মোড়ের গতিরোধকের কাছে একটি পিকআপকেও ধাক্কা দেয়। লোকাল বাস আরিফ এক্সক্লুসিভের (ঢাকা মেট্রো ব ১৪-০৪৭৬) যাত্রী হাসিনা বেগম বলেন, তিনি কালুখালীর বাংলাদেশ হাট থেকে এই বাসে করে গোয়ালন্দ যাচ্ছিলেন। সঙ্গে তাঁর মেয়ে ও নাতনিও ছিলেন। তিনি বুকে আঘাত পেয়েছেন। সরেজমিনে দেখা যায়, আরিফ এক্সক্লুসিভ তার নির্ধারিত লেন বামে রয়েছে। বাসটির ডান পাশ পুরোপুরি বিধ্বস্ত। আর লালন পরিবহন তার নির্ধারিত লেনের বাইরে রয়েছে। বাসটির সামনের দিক বিধ্বস্ত হয়েছে। রাজবাড়ীর সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার বলেন, এখন পর্যন্ত এ দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজনের মরদেহ ঘটনাস্থলে রয়েছে। নিহত অপর তিনজনের মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগে, একজন হাসপাতালে ও অপরজন ফরিদপুরে নেওয়ার পথে মারা গেছেন। গুরুতর আহত ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Share.