বুধবার, জানুয়ারী ২২

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

0

বাংলাদেশ থেকে রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২৯ জন।আজ বুধবার (২১ জুলাই) দুপুর দেড়টায় তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী হিমাচল নামের একটি যাত্রীবাহী বাস তারাগঞ্জ উপজেলা কমপ্লেক্সের সামনে আসলে বিপরীত দিক সৈয়দপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস হানিফ এন্টারপ্রাইজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন কমপক্ষে ৩০ জন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি নুরুনবী প্রধান বলেন, দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি দুটি ঘটনাস্থল থেকে সরানোর জন্য কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

Share.