বুধবার, জানুয়ারী ২২

দুই বাসের সংঘর্ষ ফরিদপুরে নিহত- ৫

0

বাংলাদেশ থেকে ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে ফরিদপুরের মল্লিকপুর নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী গ্রীন এক্সপ্রেস পরিবহনের সাথে বরিশালগামী খাগড়াছড়ি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে খাগড়াছড়ি পরিবহনের ড্রাইভার,হেলপারসহ ৫ যাত্রী নিহত হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। যদিও তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

Share.