সোমবার, ফেব্রুয়ারী ২৪

দুই মাস পর শিথিল হলো সাংহাইয়ে লকডাউন

0

ডেস্ক রিপোর্ট: চীনের অন্যতম বাণিজ্যিক হাব সাংহাইয়ে দুই মাসের টানা লকডাউনের পর কোভিড বিধিনিষেধ শিথিল হয়েছে। তবে, বিধিনিষেধ শিথিল হলেও দেশটির ‘শূন্য কোভিড’ নীতি বজায় আছে এবং কেউ কোভিডে আক্রান্ত হলে তাদেরকে কোয়ারেন্টিনে অথবা হাসপাতালে যেতে হচ্ছে। এক প্রতিবেদনে বিবিসি জানায়, স্থানীয় সময় বুধবার প্রথম প্রহর থেকে লকডাউনের নিয়মকানুন শিথিল করা হয়েছে। বর্তমানে শহরের বেশিরভাগ মানুষ অবাধে চলাচল করতে পারছেন। সাংহাই সরকারের মুখপাত্র ইন জিন এক প্রতিক্রিয়ায় বলেন, ‘‘দীর্ঘদিন ধরে আমরা এই দিনটির স্বপ্ন দেখেছিলাম। অনেকে অনেক ত্যাগ করেছেন। অনেক কষ্টে এই দিন এসেছে, আমাদের এটিকে সযত্নে লালন ও রক্ষা করতে হবে। যে শহরের সঙ্গে আমরা পরিচিত এবং মিস করছিলাম, সেই সাংহাইয়ে পুনরায় স্বাগতম।’’ বুধবার থেকে শহরের সব ধরনের গণপরিবহন চালু হয়েছে। বড় বড় দোকানগুলোকে ধারণক্ষমতার ৭৫ শতাংশ নিয়ে খুলতে বলা হয়েছে। তবে জনসমাগম এড়াতে সিনেমা হল, জাদুঘর ও জিমনেসিয়াম বন্ধই থাকছে। সরকারের নতুন নিয়ম অনুযায়ী, নিজের বাড়ির আঙ্গিনা বা ভবন ছাড়তে এবং বেশিরভাগ স্থানে প্রবেশের ক্ষেত্রে সাংহাইয়ের বাসিন্দাদের ‘সবুজ স্বাস্থ্য কোড’ দেখাতে হবে।

Share.