দুই লাইটার জাহাজডুবি: ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি ১৩ নাবিক

0

ঢাকা অফিস: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে এমভি আক্তার বানু ও এমভি সিটি-১৪ নামে দুটি মালবাহী লাইটার জাহাজ ডুবে যায়। এসময় জাহাজে থাকা নাবিকদের মধ্যে ১৩ নাবিক এখনও নিখোঁজ রয়েছে। হাতিয়া কোস্টগার্ডের একটি টিম সাগরে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় ঘটনাটি ঘটে নোয়াখালী দ্বীপ উপজেলার ভাসান চরের সন্নিকটে বঙ্গোপসাগরে। এমভি আক্তার বানু জাহাজের মালিক পারভেজ জানান, জাহাজ দুটি গম ও চিনি নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে যায়। ভাসান চরের পাশে নতুন ১১ চ্যানেলে পৌঁছলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে নিমজ্জিত হয়। তবে অন্য একটি জাহাজে ১৫ নাবিকে উদ্ধার করেছে বলে তিনি শুনেছেন। এছাড়া জাহাজের অন্যান্য নাবিকদের সম্পর্কে এখনো তিনি খোজখবর পাননি বলে জানান। হাতিয়া নৌ পুলিশের ইনচার্জ মো. আকরাম হোসেন জানান, ডুবে যাওয়া দুটি জাহাজে ২৮ জন নাবিক ছিল। এর মধ্যে ১৫ জন একটি জাহাজে উঠতে সক্ষম হয়। অন্য ১৩ নাবিকের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান। এদিকে কোষ্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার বিশ্বজিত বড়ুয়া জানান, জাহাজ দুটি ডুবে যাওয়ার খবর তিনি পেয়েছেন। রোববার সকাল থেকে কোষ্টগার্ডের একটি টিম হাতিয়ার কাজীর বাজার হয়ে সাগরে অবস্থান করছে জাহাজের নাবিকদের উদ্ধারের জন্য। তবে এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

Share.