দুটি পথ দুটি দিকে গেল বেঁকে

0

বিনোদন ডেস্ক: সাত বছর সংসারের পর হেমন্তের গাওয়া শ্রোতাপ্রিয় সেই গান ‘আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে’ যেন সত্য হলো। মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার কেলি ক্লার্কসন ও ব্র্যান্ডন ব্ল্যাকস্টোক দম্পতি বিচ্ছেদের পথে। ৩৮ বছর বয়সী গায়িকা কেলি গত ৪ জুন বিচ্ছেদের আবেদন করেছেন।ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, বিচ্ছেদের কারণ হিসেবে ‘শত্রুভাবাসম্পন্ন ব্যবধান’-কে উল্লেখ করেছেন কেলি ক্লার্কসন। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম এন্টারটেইনমেন্ট টুনাইটের বরাত দিয়ে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে। আদালতে পেশ করা নথিপত্র অনুযায়ী, কেলি ক্লার্কসন নিজের কাছে সন্তানদের আইনগত হেফাজতে নিতে অনুরোধ জানান। নথিপত্রে আরো জানা যায়, ওই দম্পতির মধ্যে আগে থেকেই চুক্তি স্বাক্ষরিত ছিল। ক্লার্কসন ও ৪৩ বছর বয়সী ব্ল্যাকস্টোক ২০১৩ সালের অক্টোবরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সংসারে পাঁচ বছর বয়সী কন্যাসন্তান রিভার রোজ ও চার বছর বয়সী পুত্রসন্তান রেমিংটন আলেকজান্ডার রয়েছে। আগের সংসারের দুই সন্তানও রয়েছে ব্ল্যাকস্টোকের।

Share.