শুক্রবার, জানুয়ারী ২৪

দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু মোটরসাইকেল

0

বাংলাদেশ থেকে সিলেট প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় মিজান আহমেদ (২৩) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণ পৌরসভার নিদনপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান ওই তরুণ। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.