দুর্নীতির মামলায় অং সান সু চিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের আদালত

0

ডেস্ক রিপোর্ট: সামরিক শাসিত মিয়ানমারের একটি আদালত ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে চারটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করার পর ছয় বছরের কারাদণ্ড দিয়েছে। সোমবার এ রায় জানানো হয় বলে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সু চি (৭৭) ডাও খিন কি ফাউন্ডেশনের তহবিল অপব্যবহার করার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। সংস্থাটি তিনি স্বাস্থ্য ও শিক্ষার প্রচারের জন্য প্রতিষ্ঠা করেছিলেন। আদালতের রায়ে বলা হয়, সেই সংস্থার তহবিল তিনি বাড়ি তৈরিতে ব্যবহার করেছেন। এছাড়াও সরকারি মালিকানাধীন জমি ছাড়ের হারে লিজ দেওয়ার জন্যও তিনি দোষি সাব্যস্ত হয়েছেন।

Share.