বুধবার, জানুয়ারী ২২

দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে: ফখরুল

0

বাংলাদেশ থেকে রংপুর প্রতিনিধি: দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৪ আগস্ট) দুপুরে রংপুরের পীরগঞ্জে কোটা আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বর্তমান দায়িত্ব হল সকল ফ্যাসিবাদদের ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। এসময় তিনি বলেন, আবু সাঈদের আত্মত্যাগের কারণে দ্বিতীয়বার স্বাধীনতা এসেছে। আবু সাঈদসহ এই যুদ্ধ কারও আত্মত্যাগ ভোলার নয়। এসময় হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। এর আগে সকাল থেকে আবু সাঈদের গ্রামে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা।

Share.