বুধবার, জানুয়ারী ২২

দুর্বৃত্ত কারীর ছুরিকাঘাতে ব্যাটারি চালিত অটো রিক্সা চালকের নিহত

0

ঢাকা অফিস: ঢাকার গাজীপুরের ধীরাশ্রম এলাকায় দুর্বৃত্ত কারীর ছুরিকাঘাতে খাতে মোহাম্মদ রুবেল (২৭) নামের এক যুবকের নিহত। রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাতের দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ১৯ ফেব্রুয়ারি সকাল সোয়া দশটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই মোঃ সোহেল জানান, আমার ভাই পেশায় একজন ব্যাটারি চালিত অটো রিক্সা চালক, আমার ভাইকে রাতে বাসায় না আসলে অনেক খোঁজাখুঁজির পর আমরা শুনতে পাই গাজীপুরের ধীরাশ্রম এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে আমরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার লাকপুর গ্রামের শাহেদ আলীর সন্তান। বর্তমানে, টঙ্গীর চেরাগ আলী এলাকায় থাকতেন, নিহত পেশায় ব্যাটারি চালিত অটো রিক্সা চালক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Share.